বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ৫ আগস্টের ঘটনায় আহত যুবকের মামলা, আসামী দেড় শতাধিক

বিয়ানীবাজার টাইমসঃ শেখ হাসিনা সরকারের পতনের পর বিয়ানীবাজারে ৫ আগস্ট ঘটনায় আহত এক যুবক মামলা দায়ের করা হয়েছে। ১লা অক্টোবর রাতে উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামের নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে সেদিনকার ঘটনায় ৪টি মামলা দায়ের করা হল। সবক’টি মামলাই বিয়ানীবাজার থানায় দায়ের করা হয়। এরমধ্যে তিনটি হচ্ছে হত্যা মামলা।

মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে গুলিতে মারাত্মক আহত হন বাদী নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তিনি ঘটনার দিন ওয়ালটন শোরুমের সামনে দাঁড়ানো অবস্থায় ছিলেন। তিনি জানান, আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন তবে এখনো তিনি পুরোপুরি সূস্থ হতে পারেননি, তাই মামলা করতে দেরী হয়েছে।

মামলায় দুবাগ ইউনিয়নের বড়গ্রামের আশ্রব আলীর ছেলে সাহাব উদ্দিন (৪৬), মৃত মইয়ব আলীর ছেলে আলী হোসেন, সিলেট নগরীর বরইকান্দি ভার্থখলার অলিউর রহমান মালিক, কোনাগ্রাম (সুতারকান্দি) গ্রামের ওয়াহাব আলীর ছেলে নিয়াজ উদ্দিন, পৌরশহরের নয়াগ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম উদ্দিনসহ ২৩জনকে এজাহারনামীয় এবং আরোও ১০০-১২০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরী বলেন, ৫ আগস্টের ঘটনায় আহত একজন মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Back to top button