সব কিছু সংস্কার হলেও থমকে আছে ৭৪ বছরের জরাজীর্ণ ঝুঁকি পূর্ণ ডাকঘর!

মহসিন আহমেদ রনি, সিনিয়র প্রতিবেদক: চিঠি আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ছিল ডাক যোগ। যেখানে এক সময় যোগাযোগের শেষ ভরসাই ছিল ডাক কিন্তু কালের বিবর্তনে ডাকের জনপ্রিয়তা হারিয়ে গেলেও থেমে নেই কার্যক্রম। বিয়ানীবাজার পৌর শহরে অবস্থিত ৭৪ বছরের পুরনো জরাজীর্ণ ভবনে অনেকটাই ঝুঁকি নিয়ে কর্ম দিবস পালন করছেন সাত কর্মকর্তা ও কর্মচারী। ভবনে ফাটল ধরে খসে পড়ছে দেয়ালের অংশবিশেষ।
পোস্ট অফিস সূত্রে জানা গেছে, স্বাধীনতার আগে ১৯৫০ থেকে ১৯৫৫ সালের মাঝামাঝি সময়ে কাঠ, বেত ও টিনশেড দিয়ে নির্মাণ করা হয়েছিল বিয়ানীবাজার উপজেলা অফিস। অফিসের কার্যক্রম বৃদ্ধি পেলে ১০/১২ বছর পর পাশেই একটি দ্বিতল ভবন নির্মাণ করে পোস্টাল কর্তৃপক্ষ। সেই থেকে এই ভবনেই চলছে অফিসের কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকেই সংস্কারের ভবনের অবস্থা বেশ নাজুক। ভবনটি দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, দুইতলা বিশিষ্ট ডাকঘর ভবনে সেবা প্রত্যাশীরা উদ্বেগ প্রকাশ করছেন। যেখানে ভবনের বাহিরের অংশের চার পাশেই ফাটল ধরা সহ খসে পড়ছে রঙ সহ ঢালাই এ ছাড়া ও ভবনের এক অংশ থেকে মাঠি সড়ে যাচ্ছে।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা পোস্ট মাস্টার আপেল মাহমুদ বলেন, জরাজীর্ণ ভবনে অনেকটাই ঝুঁকি নিয়ে আমরা অফিস কার্যক্রম পরিচালনা করে আসছি। গত সাত মাস আগে সার্কেল বরাবর লিখিত জমা দিয়েছিলাম আমাদের ভবনটি সংস্কার করার জন্য। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি।