
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় তীব্র খরতাপের পর আকষ্মিক ভারীবৃষ্টি ও বজ্রপাতে শিশু সহ দুইজন মৃত্যু ।
২১শে সেপ্টেম্বর শনিবার তীব্র খরতাপ চলাকালীন দূপুর ১২টায় বজ্রবৃষ্টি শুরু হয়। সাথে কয়েকদফা তীব্র বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের ঘটনায় পৃথক দুটি স্থানে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩), ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। তিনি জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যাক্তি দের তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি বজ্র বৃষ্টি চলাকালে সকলকে নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানিয়েছেন।