কুলাউড়ায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন!

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পত্তি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই। সোমবার (১৬ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলন করেন পৌরসভার লস্করপুর এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। পাশাপাশি ছোট ভাইকে একমাত্র আসামি করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে উজ্জ্বল বলেন, তারা তিন ভাই। তিনি সবার বড়। ২য় মাজিদুর রহমান আফজল এবং ছোট মাহফুজুর রহমান সায়েম। তাদের পিতা হাজী আব্দুল জব্বার শাপলা ব্রিকস ও তিতাস ব্রিকস নামে দুটি ব্রিকস ফিল্ড প্রতিষ্ঠা করেন। এছাড়াও শহরে আব্দুল জব্বার মার্কেট এবং জায়গাজমিসহ প্রায় ৬০ কোটি টাকার সম্পদ করেছেন। পাশাপাশি উজ্জও প্রথম শ্রেণির ঠিকাদারি করে যা আয় করতেন সবই জমা দিতেন পিতার (তিতাস ব্রিকস) একাউন্টে। পিতার জীবদ্দশায় সুখে ভরপুর ছিলো তাদের পরিবার।
কিন্তু ২০১০ সালের ৮ মার্চ সকাল ১০টা ২০ মিনিটে সিলেটে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল জব্বার। তখন হাসপাতালে পিতার সাথেই ছিলেন উজ্জ্বল। আর তাদের পিতার সাথে সমস্ত ব্যবসায় জড়িত ছিলেন ২য় ভাই আফজল। এই সুযোগে আফজল কাউকে না জানিয়ে ওই তিতাস ব্রিকস একাউন্ট তার নামে স্থানান্তর করে সুকৌশলে যৌথ ব্যবসার ৪-৫ কোটি টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে ওই টাকার কোন হিসাব দিতে না পারায় তাদের পিতা টেনশন করে অসুস্থ হয়ে মৃত্যুবরন করেন।
পিতার মৃত্যুর পর ব্যবসায় পুঁজির প্রয়োজনের অজুহাত দেখিয়ে পৈত্রিক বাসাসহ পাশের বেশকিছু জায়গা সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখায় বন্ধক রেখে ১ কোটি ৫০ লক্ষ টাকা ঋণ নেন। এখনও ওই জায়গা ব্যাংকের নিকট দায়বদ্ধ রয়েছে। পিতার মৃত্যুর পর থেকে ২০১৩ সাল পর্যন্ত যৌথভাবে বসবাস করেন তিনভাই। সেই সুযোগে চতুর আফজল দুটি ব্রিকস ফিল্ডসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের আরো ৮-১০ কোটি টাকা আত্মসাৎ করেন। সব মিলিয়ে প্রায় ১৮-২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন আফজাল।
হাসপাতালে পিতার মৃত্যুর খবর পেয়েই চতুরতার আশ্রয় নিয়ে পিতার স্বাক্ষরিত চেক দ্বারা ব্যাংক থেকে সম্পূর্ণ টাকা উত্তোলন করে নেন আফজাল। এ বিষয়গুলো পরিস্কার হয়ে গেলে ২০১৩ সালে ভাইদের থেকে পৃথক হয়ে যান আফজাল। ভাগবাটোয়ারায় উজ্জ্বল পান মেসার্স শাপলা ব্রিকস, আফজল পান মেসার্স তিতাস ব্রিকস ও ছোটভাই সায়েম পান কুলাউড়া শহরের মার্কেট। পরে আফজল ছোটভাই সায়েমকে নিয়ে পিতার নামীয় জায়গা সম্পত্তি কৃষিজমিসহ ভোগ দখলে নিয়ে নেন।
সংবাদ সম্মেলনে উজ্জ্বল আরো বলেন, আফজল কোন প্রকার পুঁজি ছাড়া শাপলা ব্রিকস এর দায়িত্ব দিলে আমাকে ব্রিকস ফিল্ডের ঝিকঝাক (ক্লিন) নির্মাণসহ ব্রিকস ফিল্ডের খলা মেরামত করতে গিয়ে ৩ কোটি টাকা খরচ করতে হয়। এতে করে মানসিক টেনশনে আমি হ্যার্টএট্যাক করে তিনটি রিং লাগাই। বর্তমানে আমাকে অলাভজনক একটি ব্রিকস ফিল্ড ও শহরের উত্তর বাজারে মাত্র ৪ শতক জমি বুঝিয়ে দিয়ে বাকি প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি আমার দুই ছোটভাই তাদের দখল এবং নিয়ন্ত্রণে রেখেছে। প্রায় ১৫ বছর থেকে পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য আমি অনেক মানুষের দ্বারে ঘুরে কোন ন্যায় বিচার পাইনি। বিভিন্ন মহলে ধর্ণা দিলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, আফজলের শশুর কমলগঞ্জের সোলায়মান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাপটে সম্পত্তি ভাগ-বাটোরায় সে রাজি হননি। তাদের দাপটে আমার সাথে চরম অন্যায় করা হয়েছে। আমার একটাই দাবি, পারিবারিক সকল সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে এবং ব্যাংকে বন্ধনকৃত সম্পত্তি ফিরেয়ে এনে সুষমবন্টন করতে হবে। এরপর পারিবারিক সম্পত্তিতে নতুন ভবন নির্মাণ করলে আমার কোন আপত্তি থাকবেনা।
এ বিষয়ে মাজিদুর রহমান আফজল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পিতা মারা যাবার পূর্বেই সমস্ত ব্যবসা-বাণিজ্য আমাকে দিয়ে পরিচালনা করিয়েছেন। তিনি মারা যাবার পর মৌখিকভাবে আমরা তিনভাইকে ব্রিকস ফিল্ডসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্টন করে ভোগ করছি। আমাদের ভাই-বোনদের মধ্যে রেজিষ্ট্রিকৃত ভাগ-বাটোয়ারা হয়নি। স্থানীয়ভাবে ভাগ-বন্টনমূলে আমি ও ছোটভাই সায়েমের অনুকূলে যে সম্পত্তি ও ব্যবসা-বাণিজ্য পড়েছে সেগুলোই কেবল আমরা ভোগদখল করছি। সাউথইস্ট ব্যাংকে দেড়কোটি টাকা ঋণ পরিশোধ করে ব্যাংক থেকে জায়গাটি অবমুক্ত করেছি, সেই কাগজ আমাদের মায়ের কাছে আছে ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেয় এবং কোন ধরণের সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে ভাই ভাইয়ের বিরোধ নিষ্পত্তির জন্য পুলিশ নির্দেশ দিয়ে আসছে।