বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ভোটগ্রহন শুরু, নারী ভোটারদের উপস্থিতি বেশি!

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বিয়ানীবাজার পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়ন গুলোতে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো। এদিকে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন নির্বাচনের আলোচনায় থাকা মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল,হেলিকপ্টার প্রতীকের আবুল কাশেম পল্লব ও শালিক প্রতীকের প্রার্থী গৌছ উদ্দিন।

বিয়ানীবাজার পৌরসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশি। তবে বিয়ানীবাজারের মোল্লাপুর ও লাউতা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভীড় দেখা গেছে।

ভোট প্রদান শেষে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছি আমি আশা করি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন সমাপ্তি হবে। নির্বাচন নিরপেক্ষ হলে আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী।

হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লব বলেন, আমি ভোট দিয়েছি এবং জয়ের ব্যাপারে আশাবাদী রয়েছি। আবহাওয়া বিকেল পর্যন্ত এভাবে থাকলে মানুষ ভোটে আসবে আমি আশাবাদী।

উল্লেখ্য, ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল প্রতীক), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক), আতাউর রহমান খান (টেলিফোন প্রতীক), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ প্রতীক), জামাল হোসেন (আনারস প্রতীক), আব্দুল বারী (দোয়াত কলম), গৌছ উদ্দিন (শালিক পাখি), জহির উদ্দিন (ঘোড়া), জাকির হোসেন সুমন (কাপ পিরিছ) নিয়ে নির্বাচন করছেন

Back to top button