বিয়ানীবাজারে বৃহত্তর ফতেহপুর ও নয়াগ্রামের সমর্থনে আউয়ালের নির্বাচনী সভা অনুষ্ঠিত

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সমর্থনে বিয়ানীবাজার পৌরসভার ৫ নং ও ৬ নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত সেন্টারে ছালেহ আহমেদ শাহিনের সঞ্চালনায় ও ফয়জুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, হবিবুর রহমান, মামুনুর রশিদ মামুন,আবুল হোসেন, মাহতাব উদ্দিন, কাউন্সিলর এহসানুল ইসলাম, ছালেহ আহমেদ শাহিন, শফিকুল ইসলাম রিপন প্রমুখ সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সকলের কাছে ভোট চেয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, আমি নির্বাচিত হলে আমার পরিষদ সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আমি কখনো কারো ক্ষতি করেছি কিংবা কারো কাছ থেকে কোনো ফায়দা হাসিল করেছি এমনটা কেউ বলতে পারবে না। আমি আপনাদের সেবা করার লক্ষ্যে নির্বাচনে দাড়িয়েছি সকলের দোয়া ও সহযোগিতা চাই।
উল্লেখ্য, ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল প্রতীক), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক), আতাউর রহমান খান (টেলিফোন প্রতীক), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ প্রতীক), জামাল হোসেন (আনারস প্রতীক), আব্দুল বারী (দোয়াত কলম), গৌছ উদ্দিন (শালিক পাখি), জহির উদ্দিন (ঘোড়া), জাকির হোসেন সুমন (কাপ পিরিছ) নিয়ে নির্বাচন করবেন।