
টাইমস ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম দোয়াত-কলম প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন।
এখন পর্যন্ত যতো ইউনিয়ন ও ওয়ার্ডের ফলাফল জানা গেছে, এর মধ্যে বেশিরভাগেই মঞ্জুর কাদির শাফি এগিয়ে রয়েছেন বেশি ভোট পেয়ে। জানা গেছে, আমুড়া ইউনিয়নের ৭ সেন্টারে দোয়াত-কলম পেয়েছে ২৪০৪ ভোট, আনারস পেয়েছে ৮২৫ ভোট ও ঘোড়া পেয়েছে ৮৮৭ ভোট।
বাঘা ইউনিয়নের মোট ১০ সেন্টারে দোয়াত-কলম পেয়েছে ৩৫০৬ ভোট, আনারস পেয়েছে ১২৬৪ ভোট ও ঘোড়া পেয়েছে ১২৯২টি ভোট।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।