বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে হ ত্যা মামলার প্রধান আসামী আটক

বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের বিয়ানীবাজারের ফয়জুর রহমান হত্যা মামলার প্রধান আসামী ফয়সল আহমদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাটের সড়কেরবাজার থেকে তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ। ফয়সল বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গত ৯ মার্চ বিয়ানীবাজারে দু’পক্ষের সংর্ষে গুরুতর আহত হয়েছিলেন ফয়জুর রহমান। এ ব্যাপারে ওই দিনই বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, ফয়জুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ওই মামলাটিই হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলার অপর দুই আসামিকে বৃহস্পতিবার গ্রেফতার করে আদালতের নির্দেশে কারগারে পাঠানো হয়েছে।