সিলেট

সিলেটে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসাচাপায় পুলিশ সদস্য নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আবুল হোসেন (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখ পড়া চাঁদ শ্রীকোণা গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার হিল্লালপুর নামক স্থানে আল-হেরা এন্টারপ্রাইজ নামক সিলেটগামী বাস জকিগঞ্জগামী মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আবুল হোসেনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত আবুল হোসেন হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি ৫ দিনের ছুটিতে আসেন। পরবর্তীতে অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। রবিবার (৩ মার্চ) চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসাচাপায় মারা যান। এসময় স্থানীয় লোকজন বাসটি আটক করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাছুদুল আমিন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Back to top button