খোঁজ মিলেছে গোলাপগঞ্জের নিখোঁজ দুই কিশোরীর

টাইমস ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের খর্দ্দাপাড়া গ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরীর খোঁজ মিলেছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বুধবার রাত ৯টার দিকে সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে তাদের উদ্ধার করে।
উদ্ধারকৃত দুই কিশোরী উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া গ্রামের কয়েছ আহমদের মেয়ে জামিয়া বেগম ও শফিক মিয়ার মেয়ে সামিরা বেগম। তারা দুইজনই উপজেলার হাজী আব্দুস শহিদ মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হাফিজুর রহমান বলেন, তারা স্বেচ্ছায় পালিয়েছিল। প্রেম ঘটিত কোন বিষয় নয়।
তবে তাৎক্ষনিকভাবে তাদের পালানোর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায় নি। বর্তমানে র্যাব-৯ এর কার্যালয়ে রয়েছেন তারা।
এরআগে মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পর তাদের সন্ধান পাওয়া যায় নি। পরে পরিবারের পক্ষে থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।