বিজ্ঞপ্তি

বিয়ানীবাজারে শীতার্তদের পাশে প্রেস ক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশন

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার প্রেস ক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে তিন শতাধিক  শীতার্তদের মধ্যে তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার উপজেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের সহযোগিতায় তিন শতাধিক  শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, মৎস কর্মকর্তা হাসিবুল হাসান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ ও সহ সভাপতি আতাউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বললেন, বিয়ানীবাজার প্রেস ক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে যে মহৎ কাজ করা হচ্ছে আমি এমন উদ্যোগকে স্বাগত জানাই। আশা করছি বিয়ানীবাজার প্রেস ক্লাব এবং জার্নালিস্ট এসোসিয়েশন এভাবে ভালো কাজ করে সকলের পাশে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সাংবাদিকদের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ নিয়েছেন সেটা নিসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক কাজ আর মানবিক কাজে থানা পুলিশ সব সময় পাশে আছে । বিয়ানীবাজার প্রেস ক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকরা অত্যন্ত সাহসীকতার সাথে অপরাধের বিভিন্ন সংবাদ তুলে ধরেন আমরা ও চেষ্টা করি সেগুলো দমন করার জন্য।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এহসান খোকন, সদস্য জয়নুল ইসলাম, মহসিন রনি, কাজি ফাইম আহমদ, মোক্কবির আহমেদ ও আখতার হোসেন প্রমুখ।

Back to top button