বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নৌকার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদের বিয়ানীবাজার উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় পৌরশহরের উত্তর বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি।

এসময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই দীর্ঘসময়ে আমি আপনাদের সন্তান হিসাবে আবারো আপনাদের রায় নিয়ে আগামী দিনও এই এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। তিনি বলেন, কাজ করতে গিয়ে অন্যান্যদের মতো আমার সম্পদ বাড়েনি বরং কমেছে যা নির্বাচনী হলফনামার মাধ্যমে গনমাধ্যমে এসেছে। আমি এভাবেই সাধারন মানুষের মতো আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলামের পরিচালনায় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমদ হোসেন বাবুল, আব্দুল আহাদ কলা, সালেহ আহমদ বাবুল, নাজিম উদ্দিন, আব্দুল খালিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, জেলা পরিষদ সদস্য খসরুল হক, যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ দিপু, সাবেক মেয়র আব্দুশ শুকুরসহ বিয়ানীবাজার উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিপুল নেতাকর্মী।

কার্যালয় উদ্বোধন শেষে বিশাল একটি নৌকার মিছিল বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Back to top button