সিলেটের সাঈদের নেতৃত্বে দুই দশক ধরে মহাসড়কে চুরি!

টাইমস ডেস্কঃ পরিচিত ‘সিলেটি সাঈদ’ নামে। আসল নাম মো. সাহেদ। চোর মহলে ‘বদ্দা’ নামেও পরিচিত তিনি। মহাসড়কে রপ্তানি পোশাক চুরির অন্যতম হোতা বলা হয়ে থাকে তাঁকে। দুই দশকের বেশি সময় ধরে এ চুরিতে জড়িত তিনি।
এদিকে মো. সাহেদ এ পর্যন্ত আটবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু কোনো না কোনোভাবে ছাড়া পেয়েছেন প্রতিবারেই। সর্বশেষ গতকাল শুক্রবার তাঁকে তিন সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব বলছে, গত অক্টোবরে ব্রাজিলের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘মিরসা’র জন্য তৈরি করা সোয়েটার চুরির ঘটনায় সাহেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই সম্পৃক্ততার সূত্র ধরে মৌলভীবাজার ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাহেদকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে র্যাবের।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ জানুয়ারি দেশের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এ প্লাস সোয়েটার লিমিটেডকে একটি ভিডিও পাঠায় মিরসা। তাতে মিরসা জানায়, গত বছরের অক্টোবরে এ প্লাস সোয়েটারের পাঠানো অনেক কার্টন একেবারে ফাঁকা ছিল।
আবার কোনো কোনো কার্টনে যত সংখ্যক সোয়েটার থাকার কথা ছিল, তা নেই। যদিও ওই বছরের ২৯ অক্টোবর এ প্লাস সোয়েটার আটটি কাভার্ড ভ্যানে ১ লাখ ২৫ হাজার ডলার মূল্যের সোয়েটার ব্রাজিলে পাঠানোর উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে পাঠায়। ক্রেতা প্রতিষ্ঠান মিরসা মনোনীত একটি শিপিং প্রতিষ্ঠান চালান গ্রহণ করে। পরে তারা সোয়েটারভর্তি কার্টনগুলো ব্রাজিলে পাঠায়। ভিডিও বার্তা পেয়ে ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় এ প্লাস। এরপর ছায়াতদন্ত শুরু করে র্যাব। তদন্তে মেলে সাহেদের খোঁজ।
বারবার পার পেয়েছেন সাহেদ>>
মো. সাহেদ চোর হিসেবে বেশ আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় নাম লিখিয়েছেন। রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কে তাঁর চক্র বিস্তৃত। অথচ মো. সাহেদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও কিছু দিন পর আবার জামিনে বেরিয়ে চুরিতে জড়িয়ে পড়েন।
২০২১ সালের ১৫ সেপ্টেম্বর একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের পোশাক চট্টগ্রামে নেওয়ার পথে তেজগাঁও থেকে ১৭ হাজার ১৫২ পিস পোশাক চুরি হয়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলায় হয়। এ মামলার তদন্ত করতে গিয়ে মো. সাহেদসহ সাতজন গ্রেপ্তার হয়। ওই মামলায় গত ২৫ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। কিন্তু এর আগেই মো. সাহেদ ছাড়া পান। এমন চুরির ঘটনা ঘটিয়ে বারবার পার পেয়েছেন তিনি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মো. সাহেদের বিরুদ্ধে কোনো তদন্ত ঠিকমতো হয় না। যদিও তাঁকে গ্রেপ্তারের পর ডিবি সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, সাহেদ একটি চোরচক্রের মূলহোতা। অথচ মামলার তদন্ত শেষে আদালতে দেওয়া অভিযোগপত্রে তাঁকে ৭ নম্বর আসামি করা হয়েছে। এমনকি চুরির ঘটনায় তাঁর ভূমিকার বিষয়ে কোনো তথ্যই নেই অভিযোগপত্রে।
তেজগাঁওয়ের ওই ঘটনার অভিযোগপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ১৫ মাস ধরে ডিবি এই মামলার তদন্ত করেছে। কিন্তু এই চুরির ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে শনাক্তই করতে পারেনি ডিবি। ফলে ওই অভিযোগপত্র থেকে দুই আসামির নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার আসামিদের মধ্যে চুরিতে কার কী ভূমিকা; চুরির পরিকল্পনাকারী কে; কারা সরাসরি জড়িত এবং কারা সহযোগী তদন্তে তা উঠে আসেনি। এই চুরিতে সাহেদের কী ভূমিকা ছিল, অভিযোগপত্রে তা–ও পাওয়া যায়নি। শুধু বলা হয়েছে, পরস্পর যোগসাজশে চুরির ঘটনা ঘটেছে।
বারবার পার পেয়েছেন সাহেদ>>
অনুসন্ধানে জানা গেছে, সাহেদ চোর হিসেবে বেশ আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় নাম লিখিয়েছেন। রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কে তাঁর চক্র বিস্তৃত। অথচ সাহেদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও কিছু দিন পর জামিনে বেরিয়ে আবার চুরিতে জড়িয়ে পড়েন।
২০২১ সালের ১৫ সেপ্টেম্বর একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের পোশাক চট্টগ্রামে নেওয়ার পথে তেজগাঁও থেকে ১৭ হাজার ১৫২টি পোশাক চুরি হয়। এ ঘটনার দুই দিন পর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়। মামলার তদন্ত করতে গিয়ে সাহেদসহ সাতজন গ্রেপ্তার হন। মামলায় গত বছরের ২৫ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। কিন্তু এর আগেই ছাড়া পান তিনি। এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে বারবার পার পেয়েছেন সাহেদ।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সাহেদের বিরুদ্ধে কোনো তদন্তই ঠিকমতো হয় না। ২০২১ সালে সাহেদকে গ্রেপ্তারের পর ডিবি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, তিনি একটি চোরচক্রের মূলহোতা। অথচ তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওই মামলার তদন্ত শেষে আদালতে দেওয়া অভিযোগপত্রে সাহেদকে ৭ নম্বর আসামি করা হয়। এমনকি চুরির ঘটনায় তাঁর ভূমিকার বিষয়ে কোনো তথ্য ছিল না অভিযোগপত্রে।
ওই মামলার অভিযোগপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ১৫ মাস ধরে ডিবি মামলার তদন্ত করেছে। কিন্তু চুরির ঘটনায় যুক্ত ছিলেন এমন আরও দুই আসামিকে শনাক্তই করতে পারেনি ডিবি। ফলে অভিযোগপত্র থেকে দুই আসামির নাম বাদ দেওয়া হয়। এ ছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে চুরিতে কার কী ভূমিকা, চুরির পরিকল্পনাকারী কে, কারা সরাসরি জড়িত ও কারা সহযোগীর ভূমিকা পালন করে, তদন্তে তা উঠে আসেনি। এই চুরিতে সাহেদেরই বা কী ভূমিকা ছিল, অভিযোগপত্রে তা–ও পাওয়া যায়নি। শুধু বলা হয়েছে, ‘পরস্পর যোগসাজশে চুরির ঘটনা ঘটেছে।’
এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ বলেন, অভিযোগপত্র একটি আনুষ্ঠানিকতা মাত্র। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত নির্ধারণ করবেন, কার কতটুকু ভূমিকা রয়েছে।
‘টাইপিং মিসটেক’ দোহাই>>
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় চুরির ঘটনায় ডিবির অভিযোগপত্রে মো. সাহেদের ঠিকানা হিসেবে বলা হয়েছে, বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দুল্লাপুর গ্রামে। তবে ওই নামে কোনো গ্রামের অস্তিত্ব নেই সেখানে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাহেদের বাড়ি আসলে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। স্থানীয় লোকদের বরাতে জানা যায়, সাহেদ এলাকায় থাকেন না। এলাকার লোকজনও জানেন না, তাঁর পেশা কী।
কনকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেল উদ্দিন বলেন, সাহেদের দুই স্ত্রী। একজন দেশে থাকেন, অন্যজন বিদেশে।
ঠিকানা ভুল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে এসআই শামীম আহমেদ বলেন, সাহেদের গ্রামের নামে ‘টাইপিং মিসটেক’ হয়েছে।
সাহেদের চক্রের ৩০ সদস্যের বিষয়ে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় তাঁর নাম থাকার পরও এ ভুল হওয়ার কথা না—এটাই মনে করেন পুলিশের একাধিক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের মধ্যে এক কর্মকর্তা বলেন, দুর্বল তদন্ত ও এমন ভুলে আবারও পার পেয়ে যেতে পারেন সাহেদ।