জাতীয়

বেশি বাড়াবাড়ি করলে ছাড় নয়: বিএনপিকে ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক- বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে, লাফালাফি করলে ছাড় দেবে না সরকার।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সরকারকে লালকার্ড দেখানোর দিবাস্বপ্ন পূরণ হয়নি।

বিএনপির গণমিছিল সম্পর্কে তিনি বলেন, বিএনপির নেতৃত্বে অপশক্তি গণমিছিলের নামে সারা দেশে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর সারা দেশে সতর্ক পাহারায় থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে কি-না পরিস্থিতি বলে দেবে

Back to top button