মৌলভীবাজার

৯ দিন দর্শনার্থীদের জন্য বন্ধ মৌলভীবাজারের বাইক্কা বিল পর্যটন কেন্দ্র

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের পর্যটন স্থান বাইক্কা বিল টানা নয়দিন দর্শনার্থীর জন্য বন্ধ থাকবে। শ্রীমঙ্গল উপজেলায় হাইল হাওরের বড়গাঙিনায় অবস্থিত বাইক্কা বিল দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমদ  বলেন- জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৬ ডিসেম্বর) থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বাইক্কা বিল সকল দর্শনার্থীর জন্য বন্ধ থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার এই তথ্য জানিয়েছেন বলে জানান সেলিম আহমদ। এই সময় বাইক্কা বিলে না যাওয়ার জন্য দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে।

Back to top button