বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় সরকারি হেলিপ্যাডের জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর!

টাইমস ডেস্কঃ বড়লেখা উপজেলায় সরকারি হেলিপ্যাডের সীমানা নির্ধারণ ছাড়াই জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। হেলিপ্যাডের সীমানা নির্ধারণ, আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকার মানুষের চলাচলের রাস্তা চিহ্নিত করে এবং প্রকৃত ভূমিহীনদের নামে ঘর বরাদ্দের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমদসহ এলাকার ২০ জন বাসিন্দা। গত ২০ ডিসেম্বর এই লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, ভূমিমন্ত্রী, বড়লেখার ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে।

অভিযোগ এবং উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামে বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম সরকারি হেলিপ্যাডের জায়গা চিহ্নিত না করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য প্রস্তাব করেন। প্রস্তাবকালে এলাকার মানুষ সরকারি সার্ভেয়ার দ্বারা হেলিপ্যাডের সীমানা নির্ধারণের দাবি জানান। কিন্তু চেয়ারম্যান সেই দাবির প্রতি কোনো গুরুত্ব না দিয়ে উল্টো মানুষের সাথে খারাপ আচরণ করেন। ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণ কাজ ৭০ ভাগ শেষ হয়েছে।

হেলিপ্যাডের সীমানা নির্ধারণ, আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকার মানুষের চলাচলের রাস্তা চিহ্নিত করে এবং প্রকৃত ভূমিহীনদের নামে ঘর বরাদ্দের জন্য সম্প্রতি এলাকাবাসী মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমদ বলেন, ‘চেয়ারম্যান এ ব্যাপারে স্থানীয় জনসাধারণের স্বার্থে কোনো ব্যবস্থা না নিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখান। মূলত চেয়ারম্যান প্রশাসনকে ভুল আইডিয়া দিয়ে নিজস্ব লোকবসানোর পরিকল্পনা নিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন। দীর্ঘদিন ধরে আশপাশে বসবাসকারী ভূমি ও গৃহহীনদের বঞ্চিত করছেন। তাছাড়া এলাকাবাসীর যাতায়াতের রাস্তাটিও ছোট করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন।’

সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত সফরে থাকায় অভিযোগ সম্পর্কে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘লিখিত অভিযোগ আমার চোখে পড়েনি। তবে খোঁজ নিয়ে আমি ব্যবস্থা নেবো।’

Back to top button