আন্তর্জাতিক

ভারী তুষারপাতে জাপানে নিহত অন্তত ১৩

গত কয়েকদিনে ভারী তুষারপাতের কারণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে তারা নিহত হন। তুষারপাতে আহত হয়েছেন আরও ৮০ জনের অধিক মানুষ।

এছাড়া আহতের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা গুরুতর। আর বাকিরা হালকা আহত হয়েছেন। এছাড়া, আজ শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানায়, ভারী তুষারপাতের কারণে ১০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভারী তুষারপাত ও তুষারঝড়ের কারণে জাপানের উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান সেবা ব্যাহত হয়েছে। এছাড়া মধ্য ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। সূত্র – রয়টার্স

Back to top button