সিলেট

আ.লীগের সম্মেলনে যোগ দেবেন সিলেটের ৪৯৫ কাউন্সিলর ও ডেলিগেট

টাইমস ডেস্কঃ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সিলেট থেকে ৪৯৫ জন কাউন্সিলর ও ডেলিগেট যোগ দেবেন। আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে সিলেট জেলা ও মহনগরীর প্রতিনিধিদের মধ্যে ১৬৫ জন কাউন্সিলর এবং ৩৩০ জন ডেলিগেট রয়েছেন।

সম্মেলনকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেবেন।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, জেলা থেকে ১৩৩ জন কাউন্সিলর ও ২৬৬ জন ডেলিগেট সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানিয়েছেন, নগর আওয়ামী লীগের ৩২ জন কাউন্সিলর এবং ৬৪ জন ডেলিগেট দলের জাতীয় সম্মেলনে অংশ নেবেন।

জগলু চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার থেকেই নেতাকর্মীরা সিলেট ছাড়তে শুরু করেছেন। আমন্ত্রণ ছাড়াও অনেক উৎসাহী নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেবেন।

Back to top button