আন্তর্জাতিক

প্যারিসে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত অন্তত ৪

প্যারিসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। খবর বিবিসির।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্যারিসের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের নিকটবর্তী রেলস্টেশনের কাছে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী জানান, অন্তত ৭-৮টি গুলি ছোড়ার শব্দ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এখন পর্যন্ত চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তবে হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Back to top button