আন্তর্জাতিক

সেন্ট্রাল লন্ডনে ছু রিকা ঘাতে কিশোরের মৃ ত্যু, ইস্ট লন্ডনে গ র্ভ বতী গালফ্রেন্ডকে হ ত্যা র অভিযোগ

সেন্ট্রাল লন্ডনে ছুরিকাঘাতে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে, একই ঘটনায় আহত হয়েছে আরো একজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা ক্লারকেনওয়েলের সিওয়ার্ড স্ট্রিটে উপস্থিত হয়।

তবে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে সে আশংকামুক্ত। মেট পুলিশ জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, প্রত্যক্ষদর্র্শীরা বলছেন যে, তারা বাইকে করে একদল লোক এসে আক্রমন করতে দেখেছেন। এদিকে প্যারামেডিক এবং এয়ার অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত পুলিশ আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পুলিশ জানায় কান্ডহীন হামলায় ১৬ বছরের কিশোরের মৃত্যু হয়েছে, এসময় সাধারণ মানুষও তাদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন। পুলিশ অপরাধীদের ধরতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।

গর্ভবতী গালফ্রেন্ডকে হত্যার অভিযোগ

পূর্ব লন্ডনে গর্ভবতী গালফ্রেন্ডকে কাঁচি দিয়ে মারাত্মক আহত করে হত্যার অভিযোগ আনা হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রেক্টরি রোড়ে বান্ধবী আইলিশ ওয়ালশ এর উপর হামলা করে লিয়াম টেলর। তিনি কাঁচি দিয়ে ৪০ বারের বেশি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গর্ভবতী এই নারীর।

পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করলে আদালতও তাকে অভিযুক্ত করে। আগামী ৪ মার্চ ও ১৬ অক্টোবর তার বিচারের দিন ধায্য করে ওল্ড বেইলি আদালত।

Back to top button