সিলেট

সিলেটে করোনায় বৃদ্ধার মৃত্যু

টাইমস ডেস্কঃ সিলেটে করোনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মারা যাওয়া বৃদ্ধা সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ৭০ বছর বয়সি এই বৃদ্ধা ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। তিনি হাসপাতালটির আইসিইউতে গত ৩ ডিসেম্বর ভর্তি হন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে সিলেটে করোনায় মারা গেলেন ১ হাজার ২৬৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৮৯, সুনামগঞ্জে ৭৫ হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২৩ জন মারা গেছেন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবারসকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৬৮ হাজার ২২৮।

Back to top button