সিলেট

দায়িত্ব নিয়ে নিজেই তদারকিতে সিলেট পাসপোর্ট অফিসের মহের সেখ

নিউজ ডেস্ক- সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের নতুন উপ পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন মহের উদ্দিন সেখ।দায়িত্ব গ্রহণের পরপরই তদারকিতে নেমেছেন।বিভাগীয় পাসপোর্ট অফিসে সেবা পেতে গিয়ে সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন তাই নিজেই তদারকি করছেন।

বুধবার (২১ডিসেম্বর) সকালে অফিস চলাকালীন সময়ে এমন দৃশ্য চোখে পড়ে সেবাগ্রহীতাদের।

সরেজমিনে দেখা যায়, মহের উদ্দিন সেখ বুধবার সকালে অফিসে আসার পর তার কক্ষে না বসেই সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় তার জন্য নিজেই পাসপোর্ট অফিসের প্রতিটি কক্ষ পরিদর্শন করছেন।প্রতিটি কক্ষের বাইরে অপেক্ষমান লোকজনদের সঠিকভাবে লাইনে দাঁড়িয়ে সেবাগ্রহণের জন্য বলছেন।সেই সাথে দালালদের মাধ্যমে কেউ যাতে পাসপোর্ট তৈরি না করেন সেই পরামর্শ দিচ্ছেন।

তাছাড়া বিভাগীয় পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের সুবিধার্থে খাবার পানির টেপ ও বেসিন পরিষ্কার করাতে দেখা যায়।

প্রসঙ্গত; ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো.শিহাব উদ্দিন খান স্বাক্ষরিত পরিপত্রে গত ২৮ নভেম্বর মহের উদ্দিন সেখ-কে সিলেটে বদলি করা হয়। তিনি এর আগে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত ছিলেন।

এর আগে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক দায়িত্বে ছিলেন এ কে এম মাজহারুল ইসলাম। তাকে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বদলি করা হয়েছে। গত ৪ডিসেম্বর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়া স্বাক্ষরিত পরিপত্রে তাকে বদলি করা হয়।

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ নিয়ে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

গত ২৭ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় প্রশাসনের আয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সম্মেলন কক্ষে পাসপোর্ট ও ভিসা অফিসে জনসাধারণের ভোগান্তি লাঘব এবং সেবা সহজীকরণে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হয়রানির নানা অভিযোগ তুলে ধরা হয়। ওই দিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, পাসপোর্ট অফিসের অনিয়ম-দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই প্রতিষ্ঠানে দিনে অন্তত ১৬ লাখ টাকার ঘুষ-দুর্নীতির অভিযোগও করেন তিনি।

সম্প্রতি পাসপোর্ট করতে যাওয়া এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগে ২০ নভেম্বর পরিচালক মাজহারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন ওই ভুক্তভোগী।

Back to top button