প্রথম ধাপে রোমানিয়া যাচ্ছে ৩০ কর্মী

সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সারভিসেস লিমিটেড বা বোয়েসেলের মাধ্যমে প্রথম ধাপে রোমানিয়া যাচ্ছে ৩০ কর্মী। ২১ ও ২২ ডিসেম্বর দুটি পৃথক ফ্লাইটে দেশটিতে যাবে এই কর্মীরা।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে রোমানিয়াগামী এই কর্মীদের প্রাক বহিঃগমন বিষয়ক এক ব্রিফিংয়ের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ব্রিফিং অনুষ্ঠানে রোমানিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
দেশের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্বশীল আচরণ ও কাজে মনোযোগী হয়ে দেশের সুনাম বৃদ্ধি করতে কর্মীদের অহনবান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। সেইসাথে রোমানিয়াগামী কর্মীদের অভিবাসন খরচ কমাতে বোয়েসেলের সংশ্লিষ্ট কর্মকর্তদের অনুরোধ জানান মন্ত্রী ইমরান আহমদ।
রোমানিয়াগামী এই কর্মীদের উদ্দেশ্যে প্রবাসী কল্যান সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন বলেন, কারো প্ররোচণায় পরে অন্যত্রে পালিয়ে গেলে বা চাকুরীর নীতিমালা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে পাসপোর্ট বাতিলের কথাও জানান প্রবাসী কল্যান সচিব।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে দেশটির সোনোমা স্পোর্টস ওয়ার গার্মেন্টস কোম্পানির সুউইং মেশিন ও কাটিং অপারেটর এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেকশনে চাকুরী নিয়ে দেশটিতে যেতে পারছেন এজন্য আনন্দ প্রকাশ করেন এই কর্মীরা। কর্মীরা জানিয়েছেন নিয়োগদাতা কোম্পানীর মাধ্যমে তারা যোগাযোগ করে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করেছে বোয়েসেল।
অনুষ্ঠানে বোয়েসেলের মহাপরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, রোমানিয়ার সোনোমা স্পোর্টস ওয়ার ও ইউরোপা ফ্যাশনস লিমিটেড এর সাথে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এসব কর্মী যাচ্ছে দেশটিতে। এখন পর্যন্ত ৩১২ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এদের মধ্যে ১০২ কর্মীর ভিসা পাওয়া গেছে এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ড শেষ করা হয়েছে। বাকিদের ভিসা প্রক্রিয়াধীন আছে বলেও জানান বোয়েসেলের মহাপরিচালক।