সিলেট

কাফনের কাপড় পরে বিএনপির সমাবেশে সিলেটের ফুজায়েল

কাফনের কাপড় পড়ে সমাবেশ এসেছেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার ছাত্রদলের নেতা ফুজায়েল আহমেদ।

শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগ মাঠে ফুজায়েল আহমেদের সঙ্গে কথা হয়।

এ সময় তিনি বলেন, কাফনের কাপড় পড়ে সমাবেশ এসেছি— এর কারণ হলো এদেশে গণতন্ত্র নেই। যদি পুলিশ আমাদের সমাবেশ গুলি করে সেই জন্য আমি কাফনের কাপড় পড়ে এখানে এসেছি। আমি গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি।

ফুজায়েল আহমেদ বলেন, আমি এই সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার ও গণতান্ত্রের মুক্তি চাই।

আজ সকালে ঢাকা বিভাগীয় এই সমাবেশ বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। সমাবেশ শুরুর আগেই রাজধানীর গোলাপবাগ মাঠ নেতা-কর্মীতে ভরে গেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ করে আসছে। এই ধারাবাহিকতায় শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয় দলটি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চায় বিএনপি। পুলিশ নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি না দিয়ে সোহরাওয়ার্দী মাঠে দেয়। কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। এ নিয়ে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর গতকাল বিকালে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পায় দলটি। এরপর সেখানে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন।

Back to top button