সারাদেশ

পুলিশ দেখেই দৌড়, ধাওয়া করে যুবককে আটক

বিএনপি ঘোষিত সমাবেশ কেন্দ্র করে আজ তৃতীয় দিনের মতো ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সেখানে কাউকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া যাত্রীবাহী দূরপাল্লার বাস ছাড়াও লোকাল বাস, মাইক্রোবাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে তল্লাশি চালাতে দেখা গেছে।

সম্প্রতি এমনই একটি চেকপোস্ট বসানো হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। ওই চেকপোস্টে পুলিশ দেখে দৌড় দিয়ে আটক হয়েছেন গাউস নামে এক যুবক। আজ শুক্রবার ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি চলছিল। সকাল ১০টা ১০ মিনিটের দিকে একটি বাস থামানো হয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের তল্লাশির জন্য নিচে নামতে বলা হয়।

এ সময় নিচে নেমেই দৌড় দেন গাউস নামে এক যুবক। কয়েকজন পুলিশ তার পেছনে ধাওয়া করে। ধরতে না পেরে পুলিশের গাড়িতে করে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। যাত্রাবাড়ী থানার এসআই ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গাউস নামে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button