সিলেট

সিলেটে নিরাপত্তা জোরদার, কাজ করছে পুলিশের ১০ টিম

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনার পর সিলেট নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।সহিংসতার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার(৮ডিসেম্বর) দুপুরে সিলেট প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ।

সরেজমিনে দুপুরে নগরীর চৌহাট্টা পয়েন্টে দেখা যায়, মহানগর পুলিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ’র নেতৃত্বে পুলিশের একটি টিম মাঠে রয়েছে।

এব্যাপারে ডিসি আজবাহার আলী শেখ বলেন, সিলেট নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০টি টিম সতর্কাবস্থায় রাখা হয়েছে।পুলিশের টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিক্ষোভ-সভার নামে কোথাও কোনো ধরণের অরাজকতার চেষ্টা চালানো হলে প্রতিহিত করবে পুলিশ।এখন পর্যন্ত সিলেট নগরী শান্ত রয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের আরেক কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।পাশাপাশি গোয়েন্দাদের নজরদারিও বাড়ানো হয়েছে। এছাড়া রাজনৈতিক দুর্বৃত্ত ও বিভিন্ন নাশকতার মামলার আসামীদের ধরতে বিশেষ অভিযান চলছে।

Back to top button