খেলাধুলা

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে নতুন মুখ সিলেটের জাকির

তামিম ইকবালের চোট এবং টপ অর্ডারের বাকিদের ফর্মহীনতায় জাকির হাসানের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া অনুমিতই ছিল। প্রথমবারের মতো বাংলাদেশের সাদা পোশাকের দলে জায়গা পেয়েছেন সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া সিলেটের এই বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটার।

ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে একমাত্র নতুন মুখ ২৪ বছর বয়সী জাকির।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক বিজয়।

Back to top button