মধ্যরাতে সিলেটের রাজপথ আর্জেন্টাইনদের দখলে

নিজস্ব প্রতিবেদকঃ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ে গভীর রাতেও সিলেট শহরসহ সমগ্র জেলার রাস্তায় রাস্তায় নেমে এসেছেন মেসিভক্তরা।
শনিবার দিবগত গভীর রাতে সারা শহরের পথ, অলি-গলি তাদের দখলে। রাত ৩টায়ও আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকেরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাজাচ্ছেন ভেপু, উড়াচ্ছেন আর্জেন্টিনার পতাকা।
সিলেট নগরের প্রধান প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন অলিগলিতে মিছিল বের করেছেন মেসিভক্তরা। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে শত শত সমর্থক এসব মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
রাতের নিরবতা খান খান করে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তারা ছুটছেন শহরের এ মাথা থেকে ও মাথা। চিৎকার-চেঁচামেচিতে প্রিয় দলের বিজয় উদযাপন করছে মেসিভক্তরা।
একইভাবে বিয়ানীবাজার উপজেলার পৌরশহরেও আর্জেন্টাইন সমর্থকরা মোটরসাইকেল র্যালী দিয়েছে। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই নিজ দলের জয়কে বরন করতেই বাংলাদেশে থাকা আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা এরকমভাবে উদযাপন করে থাকেন।