দক্ষিণ সুরমায় গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা, ৪০ যাত্রীর রক্ষা

টাইমস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। রাব্বি পরিবহন নামের বাসটির মেইন লিফ (স্প্রিং) নষ্ট হওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।এতে বাসে থাকা ৪০ যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
শনিবার (৩ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে গুরুতর আহত হয়েছেন বাসের চালক।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে কেউ নিহত হয়নি।
স্থানীরা জানান, সিলেটের দক্ষিণ সুরমার (ঢাকা-সিলেট) মহাসড়কের বদিকোনা এলাকায় মেইন লিফ (স্প্রিং) নষ্ট হওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা লাগে।এতে গুরুতর আহত হয়েছেন বাসের চালক।তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা প্রায় ৪০জন যাত্রী।কয়েকজন যাত্রী আঘাত পেলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।