জাতীয়

তিনমাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) টানা ২ বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এরপর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রেমিট্যান্স আসা আরও কমে। তখন দেড় বিলিয়ন ডলারের ঘরে আসে রেমিট্যান্স।

সবশেষ সদ্যবিদায়ী নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি। এটা অক্টোবরের চেয়ে ৬ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের মাসে এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। তবে অক্টোবর অপেক্ষা নভেম্বর ৬ কোটি ৯৩ লাখ ডলার বেশি এসেছে।

আর গত বছরের (২০২১ সালের নভেম্বর) নভেম্বর থেকে ৪ কোটি ডলার বেশি এসেছে সদ্য বিদায়ী মাসে। গত বছরের নভেম্বর মাসে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

Back to top button