সিলেট

ঢাকা থেকে চুরি হওয়া শিশু সিলেটে উ দ্ধা র, স্বামী-স্ত্রী গ্রে ফ তা র

ঢাকা থেকে চুরি হওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার এবং দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) সিলেট মহানগর পুলিশের সহায়তায় বুধবার দুপুরে আবদুস সামাদ নামের শিশুটিকে উদ্ধার করে।

গ্রেফতার দম্পতির নাম পুলিশ পারভিন আক্তার ও রনি মিয়া।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর বাগবাড়ি এলাকার কয়েস মিয়ার কলোনি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়েছে। এ সময় তাদের সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের লামাবাজার ফাঁড়ির সদস্যরা। শিশুটিকে উদ্ধারের পর দুপুরেই শিশুটিসহ গ্রেফতার দম্পতিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’

Back to top button