জাতীয়

খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে দেখবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক- আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে, সে বিষয়টি আদালত দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠান শেষে তিনি এক কথা বলেন।

এ সময় তিনি হুঁশিয়ারি দেন, ওইদিন আইনশৃঙ্খলা ভঙ্গ করে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করলে ভুল করবে বিএনপি।

এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত না মানলে; সরকারও সিদ্ধান্ত নেবে। তিনি জানান, সৎ উদ্দেশ্যেই ওই স্থানে বিএনপি সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, তারা ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চাচ্ছে। যা নয়াপল্টনে সম্ভব নয়।

Back to top button