প্রবাস

প্যারিসে বাংলাদেশীর মৃত্যু, পরিচয় খুজছে পুলিশ

প্রবাস ডেস্কঃ ফ্রান্স প্রবাসী এক বাংলাদেশীর মৃত্যু ঘটেছে। তার আইডি থেকে পাওয়া তথ্যমতে উনার নাম নেছার উদ্দিন। তার পরিচয় সনাক্তে সেখানকার বাংলাদেশী কমিউনিটির সহযোগীতা চেয়েছে প্যারিস পুলিশ।

এমন খবর জানিয়েছে প্যারিসভিত্তিক অনলাইন পোর্টাল নবকন্ঠ। তারা এনিয়ে তাদের অফিসিয়াল পেইজে বিস্তারিত জানায়।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
আজ দুপুর ২ টা ৩০ মিনিটে আমাদের ফ্রান্স প্রবাসী এক ভাই হঠাৎ স্ট্রোক করে মারা গেছে।
33 bd de magenta 75010 paris.
এখানে মারা গেছেন।
বর্তমানে উনার লাশ পুলিশ নিয়ে গেছেন এবং পুলিশের নাম্বার আমাদের কাছে দিয়ে গেছেন।
0148038915 (পুলিশ ভাইর নাম্বার)
Mr.Henry
(police)
পুলিশ ভাই বলে গেছেন উনার আত্মীয়-স্বজন অথবা নিকটবর্তী কেউ যোগাযোগ করার জন্য।
যদি ওনার পরিচিত কেউ থাকেন তাইলে পুলিশ ভাইয়ের সাথে যোগাযোগ করে সব কিছু জেনে নিবেন ধন্যবাদ।
Back to top button