সারাদেশ

হাঁসের খামার বিক্রি করে দুই কি.মি. পতাকা বানালেন ফ্রান্স ভক্ত

এবার এক ফুটবল ভক্ত ৯০ হাজার টাকায় তার হাঁসের খামার বিক্রি করে তৈরি করেছেন প্রায় সোয়া দুই কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফ্রান্সের পতাকা। ফ্রান্সের এই ভক্ত হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামের হাজি মোসলেম সরদারের ছেলে তৌহিদুল ইসলাম চঞ্চল (৩৩)।

এ বিষয়ে তৌহিদুল ইসলাম চঞ্চল জানান, তিনি ছোট থেকেই ফুটবলের ভক্ত। আর বিশ্বকাপ ফুটবলে তার প্রিয় দল ফ্রান্স। আর দলের প্রতিটি অর্জনই তিনি উদযাপন করেন। পাশাপাশি ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে বলে তার বিশ্বাস। জানা যায়, কাতার বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার ১৫ দিন আগে তার ২৭০টি হাঁসের একমাত্র খামারটি ৯০ হাজার টাকায় একই গ্রামের এরশাদ আলীর কাছে বিক্রি করে দেন।

তারপর প্রায় ২০ হাজার টাকায় বাঁশ, ৬০ থেকে ৬৫ হাজার টাকার কাপড়, জিআই তার, দর্জির মজুরী, শ্রমিকের পারিশ্রমিক বাবদ এক লাখ টাকা ব্যয় করে প্রায় সোয়া দুই কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফ্রান্সের পতাকা বানান। যা কালিদাসনিলী গ্রামের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত টানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে তৌহিদ জানান, প্রতি চার বছর পরপরই বিশ্বকাপ খেলার সময় ফ্রান্সের পতাকা টানিয়ে দলটির প্রতি সমর্থন জানাতে আমার ভাল লাগে। যদিও গত বিশ্বকাপে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা টানিয়েছিলাম। কিন্তু এ বছর আমার জীবন-জীবিকার একমাত্র সম্বল খামারটি বিক্রি করে ৯০ হাজার টাকা ও বাড়িতে রাখা আরও কিছু গচ্ছিত টাকা খরচ করে সোয়া ২ কিলোমিটার ফ্রান্সের পতাকা বানিয়ে টানিয়ে দিয়েছি। এতে তৃপ্তি পাচ্ছি। আরও বেশি তৃপ্তি পাবো যদি ফ্রান্স আবার চ্যাম্পিয়ন হয়।

এ সময় একই গ্রামের রহুল আমিন তাড়াশী নামের এক ব্যক্তি জানান, চঞ্চলের পতাকা দেখার জন্য প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন কালিদাসনিলী গ্রামে আসছেন। এদিকে নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু সরকার জানান, ফুটবল বিশ্বকাপ আসলেই ফ্রান্সের পতাকা বানায় তৌহিদুল ইসলাম চঞ্চল। এ বছরও বানিয়েছে তার দৈর্ঘ্য হবে প্রায় সোয়া ২ কিলোমিটার।

Back to top button