দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

বড় বড় প্রকল্পের বিষয়ে সতর্ক হওয়া ও দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় তিনি এ মন্তব্য করেন ।
মঙ্গলবার ( ২২ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রকল্প বাস্তবায়নে প্রকৃতিকে নষ্ট করা যাবে না। এখন থেকে নদীর নামে সেতুর নামকরণ করার নির্দেশও দেন শেখ হাসিনা।
বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, আমদানী নিয়ন্ত্রণ করা এবং রেমিটেন্স বাড়ায় অর্থনীতি ও রিজার্ভে ভারসাম্য রয়েছে। গত কয়েকদিনে রিজার্ভ সামান্য বেড়েছে।
প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে বলেও আশা করছেন মন্ত্রী। বলেন, মূল্যস্ফীতি কমার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আর মজুরি হার ঊর্ধ্বগতি যা স্বস্তিদায়ক বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, দেশে সবজি উৎপাদন ছয়গুণ বেড়েছে। মুরগি, ডিম,গবাদি পশুর উৎপাদনও বেড়েছে। নভেম্বরে মূল্যস্ফীতি আরো কমবে বলেও আশা করেন মন্ত্রী ।