সুনামগঞ্জ
দোয়ারাবাজারে বাল্যবিয়ে প ন্ড, অর্থদন্ড আদায়

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাল্যবিয়ে পন্ড করে কনে পক্ষকে ২ হাজার টাকা ও বর পক্ষকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
উল্লেখ্য, ওইদিন একই গ্রামের ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ১৬ বছর বয়সী এক ছেলের বিয়ের দিন ধার্য্য ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বিয়ের সব আয়োজন পন্ড করে উভয় পক্ষকে অর্থদন্ড প্রদান করে।