সুনামগঞ্জ

দোয়ারাবাজারে বাল্যবিয়ে পন্ড, কনের মাকে অর্থদন্ড

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া এক ছাত্রী। পরে কনের মাকে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন পন্ড করে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোগলা ইউনিয়নের ওই ছাত্রীর সঙ্গে পাশের ইউনিয়নের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে এ খবরে বরপক্ষ বিফল মনোরথে বাড়ি ফিরে যান।

এসময় উপস্থিত ছিলেন- এএসআই নোমান, সার্ভেয়ার রিপন চাকমা, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, সাংবাদিক মামুন।

Back to top button