বিয়ানীবাজারে রাস্তায় পাওয়া ভিক্ষুকের টাকা ফেরত দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিন তরুন

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িয়ে পাওয়া ভিক্ষুকের টাকা ফেরত দিলেন তিন তরুন। বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের গদারবাজার রোডে একটি মানিব্যাগ কুড়িয়ে পান তিন তরুন তহিরুন নেছা চৌধুরী একাডেমির ৯ম শ্রেণীর ছাত্র ডেলাখানির গ্রামের অহিদ আহমদ, মোঃ জাফর আহমদ ও জাহাঙ্গীর আহমদ।
রবিবার দুপুর ১২ ঘটিকায় এই মানিব্যাগ কুড়িয়ে পান তারা। এসময় স্থানীয় মানবিধকার কর্মী রুহিন চৌধুরী ফরহাদকে বিষয়টি জানালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ মানিব্যাগ পাওয়ার কথা উল্লেখ করে পোস্ট দেন। পরে স্থানে এক তরুন নাভেল আহমদের মাধ্যমে ছবির ব্যাক্তির পরিচয় নিশ্চিত করে রাতে তার মানিব্যাগে থাকা ১০ হাজার ৫শত ২ টাকাসহ তার মানিব্যাগ ফেরত দেয়া হয়।
মানিব্যাগের মালিক কানাইঘাট উপজেলার মুকিগঞ্জের পালজুর গ্রামের ভিক্ষুক বরকত উল্লাহ। তিনি মানসিক প্রতিবন্ধি বলে স্থানীয়রা জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তরুনদের এমন মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন সাধারন মানুষ।