সুনামগঞ্জ

ছাতকে নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক- ছাতকে নদী রক্ষায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত বুধবার চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ ইসলাম উদ্দিন।

অভিযান চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হক, জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও ভূমি অফিসের লোকজন উপস্থিত ছিলেন। জাউয়াবাজার সংলগ্ন বোকা নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কয়েক ব্যবসায়ী।

সম্প্রতি সমকালে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।

Back to top button