আর্জেন্টিনার পতাকার আদলে দোকান, দেখতে মানুষের ভিড়

নিউজ ডেস্ক- কয়েক দিন পরেই পর্দা উঠছে ২০২২ ফুটবল বিশ্বকাপের। এরই মধ্যে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে ফুটবল বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ফুটবল আনন্দে মেতে উঠছে সব বয়স ও পেশার নারী-পুরুষ। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চলে নানা আয়োজন। প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতেও কেউ কার্পণ্য করছে না।
বাসার ছাদে পতাকা টানিয়ে কিংবা গায়ে জার্সি পরে নয়, এবার ব্যতিক্রমী এক আয়োজনে সবাইকে অবাক করেছে এক আর্জেন্টাইন ভক্ত। লিওনেল মেসির দলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে নিজ দোকানের রং করেছেন আর্জেন্টাইন পতাকার আদলে। সাদা এবং আকাশি রং মিশ্রিত দোকানটি এখন স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে আর্জেন্টিনা দোকান হিসেবে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বাসিন্দা শ্রী বিশ্বজিত সরদার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘ভাই ভাই সাউন্ড সিস্টেমে’র একটি টিন সেট রুমের বাইরের অংশে রং এবং তুলি দিয়ে ফুটিয়ে তুলেছেন পুরো আর্জেন্টিনার পতাকা।
এ বিষয়ে শ্রী বিশ্বজিৎ সরদারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আর্জেন্টিনা দলকে সমর্থন করি। যতদিন থেকে ফুটবল বিশ্বকাপ বুঝতে শিখেছি, ততদিন থেকেই আর্জেন্টিনার প্রতি রয়েছে আমার ভালোবাসা। প্রতি বিশ্বকাপে কিছু না কিছু করে থাকি প্রিয় দলের জন্য। এবারের বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। আমার দোকানের বাইরের অবকাঠামোতে গত তিনদিন থেকে ১০ হাজার ৫০০ টাকা খরচ করে ফুটিয়ে তুলেছি আর্জেন্টিনার জাতীয় পতাকা। আমার বিশ্বাস এবার বিশ্বকাপ আমার প্রিয় দল আর্জেন্টিনার দখলে থাকবে।
বিশ্বজিতের এমন ভালোবাসা নিদর্শনটি দেখতে প্রায় সময় ভিড় করছেন স্থানীয়রা। রীতিমত লোকের মুখে উঠে বসেছে ফুটবল বিশ্বকাপের আমেজ।