আমাদের তেল ছাড়া বিশ্ব দুই সপ্তাহ চলতে পারে না : সৌদি আরবের জ্বালানিমন্ত্রী

নিউজ ডেস্ক- সৌদি আরবের তেল ছাড়া বিশ্ব দুই সপ্তাহ চলতে পারে না বলে দাবি করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান। তিনি বলেছেন, সৌদি আরবের তেল রপ্তানি ছাড়া বিশ্ব দুই বা তিন সপ্তাহ চলতে পারে না। খবর সৌদি গেজেটের।
গতকাল বুধবার গ্লোবাল সাইবার সিকিউরিটি ফোরামের দ্বিতীয় সংস্করণে ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ আবদুল আজিজ। তিনি বলেন, সাইবার হামলার কারণে জ্বালানিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সাইবার হামলা এমন একটি অস্ত্র যেটি পরিচালনা করতে সেনাবাহিনী লাগে না। কিন্তু এর প্রভাব অনেক বেশি।
সৌদি জ্বালানিমন্ত্রী আরও বলেন, আমরা সাইবার হামলা থেকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছি। এই হামলা সম্পর্কে আগে কোনো ধারণা পাওয়া যায় না। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস গেল অক্টোবর মাসে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড দুই লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয়। এমন সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।