কুলাউড়া
কুলাউড়ায় খু নে র ঘটনায় মেম্বারসহ গ্রে ফ তা র- ২

নিউজ ডেস্ক- কুলাউড়ায় জয়নাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (৯ নভেম্বর) ভোরে কুলাউড়া থানাধীন জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে জয়চণ্ডী ইউনিয়নের সদস্য মনু মিয়া (৪৫) ও শরিফ মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়।
হত্যামামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাইমুল ইসলাম জানান, গত ৭ নভেম্বর পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ধ্যার দিকে পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নাল মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
হত্যাকান্ডের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল। মামলা দায়েরের পর ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে বুধবার ভোরে এজাহারনামীয় দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার প্রকৃত রহস্য উদঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।