জাতীয়

বয়স ১৫ হলেই পাওয়া যাবে আইডি কার্ড

নিউজ ডেস্ক- বর্তমান সরকার একটি সুন্দর জাতি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে নিরলস ভাবে। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনও কাজ করছে। এবারই প্রথম দেশের ১৫ বছরের যে কোন নাগরিক তারা আইডি কার্ড পাবে। তবে তাদের নাম ভোটার তালিকাতে আসবে না। ১৮ বছর পূর্ণ হলেই এদের নাম অটোমেটিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।

বুধবার (২ নভেম্বর) বেলা ১১ টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন পরিষদের ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন যুগ্ন সচিব ও ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: মোস্তফা ফারুক।

এ সময় তিনি উপস্থিত নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদেরকে সত্য, সঠিক ও নিভূল তথ্য দিয়ে সহযোগিতা করুণ। সত্য ও সঠিক নির্ভূল তথ্য প্রদান করলে আপনারা নিজেরাই উপকৃত হবেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো: মাসুদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দীন আহমেদ, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফরিদ হোসেন বাবুসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সকল কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করায় সন্তুষ্ট প্রকাশ করেন।

Back to top button