ওসমানীনগরে ভোট দিলেন শতবর্ষী নছিরা

নিউজ ডেস্ক- সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন শতবর্ষী নছিরা বেগম। বুধবার (০২ নভেম্বর) উপজেলা নির্বাচন চলাকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের খচরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিবেশী রুবেল মিয়াকে সাথে নিয়ে এসে দুপুর ১টার দিকে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। নছিরা বেগম খচরুপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।
ভোট দিতে আসা নছিরা বেগম বলেন, হয়তো এটা আমার জীবনের শেষ ভোট। অনেক বয়স হয়েছে আর ভোট দিতে পারবো কিনা জানি না। এই ভোট কেন্দ্রে দুপুর ১টা ২০মিনিট পর্যন্ত২ হাজার ৮শ ৭৬জন ভোটারের মধ্যে ৫শ৫০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম বলেন, নছিরা বেগমের বয়স ১শ বছরের উপরে। তিনি তার ভোট দিতে কোন সমস্যা হয়নি। সকাল থেকে বিরতীহিন ভাবে এই কেন্দ্রে ভোট গ্রহন চলছে। দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ২০ ভাগ ভোট কাস্ট হয়েছে।