জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং-এ সাত জেলায় ১৫ জনের প্রা ণ হা নি

নিউজ ডেস্ক- ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে গাছচাপা পড়ে ও পানিতে ডুবে কুমিল্লা, নোয়াখালী, বরগুনা, ভোলা, নড়াইল, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে শতাধিক বাড়িঘর ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মাছ ধরার ট্রলার ও নৌকা। ভোলায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো বাতাসে দুই শতাধিক ঘরবাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাছ চাপা ও পানিতে ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে বরিশাল নগরের সব সড়ক পানির নিচে চলে গেছে। বরগুনায় গাছচাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রাত থেকে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় গাছ উপড়ে গেছে অনেক জায়গায়। ধানসহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের তোড়ে ফেটে যাওয়া খুলনার হরিণখোলা বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এলাকাবাসী নিজেরাই সংস্কার শুরু করে।

নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে শিশু নিহত হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড়ে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।

Back to top button