প্রবাস

মিশিগানে ঈদে মিলাদুন্নবী (সা.) প্যারেডে মুসলিমের ঢল

যুক্তরাষ্ট্রের মিশিগানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর ভালোবাসায় উদযাপিত প্যারেডে প্রবাসী মুসলিমদের ঢল নেমেছিল। বাংলাদেশ, নাইজেরিয়া, লেবানন, সোমালিয়া, বসনিয়া, ইয়েমিনীসহ ১০টি দেশের প্রবাসী মুসলিম সংগঠনের উদ্যোগে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

রোববার (২৩ অক্টোবর) বাদ জোহর হ্যামট্রামিক শহরের আল ইহসান মসজিদ থেকে এ প্যারেড বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে গেট অব কলম্বাসে এসে শেষ হয়। প্যারেডে মিশিগানের বিভিন্ন শহর থেকে হাজারো প্রবাসী মুসলিম নারী-পুরুষের সমাগম ঘটে।

আয়োজকরা জানান, হ্যামট্রামিক সিটির অনুমতিতে এবারই প্রথম রাস্তায় সিরাতুন্নবী (সা.) প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেড শেষে গেট অব কলম্বাস হলরুমে এক মজলিশে মিলিত হন তারা। সেখানে পরিবেশিত হয় মনোমুগ্ধকর পবিত্র কোরআন তেলাওয়াত। এরপর বিভিন্ন দেশের শিল্পীরা হামদ-নাত ও ইসলামিক সংগীত পরিবেশন করেন।

হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে বক্তব্যে পেশ করেন হ্যামট্রামিক সিটির প্রটেম মেয়র কামরুল হাসান, ইমাম ফখরুল ইসলাম, শেখ আবদুল করিম ইয়াহিয়া, শেখ আব্দুল্লাহ এ্যানদু, শেখ তাহির মাতেন সিদ্দিকী, ইমাম ইউসূফ আব্দুল্লাহ মুকিত জুসেফ, শেখ কাফানি ইব্রাহিম কিসী, ইমাম দাউদ ওয়ালিদ, ডা. রাব্বি আলম প্রমুখ।

Back to top button