বড়লেখা

বড়লেখায় টিলার মাটি কাটায় দুইজনকে দুই লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলার মাটি কাটা ও পাচারের অপরাধে তোহেল আহমদ ও কবির আহমদ নামের দুই ট্রাক্টর চালককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন। অভিযানে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন। এসময় টিলার মাটি কাটায় এবং পরিবহনের দায়ে দুইজন ট্রাক্টর চালককে আটক করেন তিনি। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় তাদের ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বড়লেখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ অবৈধ ভাবে যারা টিলার মাটি কাটবে এবং পরিবহন করবে তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

Back to top button