সিলেটে যে কারণে বাড়িছাড়া প্রবাসী

নিউজ ডেস্কঃ ২৪ বছর প্রবাসে ছিলেন মখলিসুর রহমান। ১২ বছর সৌদিতে, ১২ বছর দুবাইয়ে। প্রবাসে থাকাকালে প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি ক্রয় করেছেন দেশে। অগাধ বিশ্বাস ছিল ভাইদের প্রতি। কিন্তু তার সম্পত্তির প্রায় অর্ধেকই দখলে রেখেছে ভাইরা। সম্পত্তি চাইতে গেলে চালানো হয়েছে একাধিকবার হামলা। প্রাণে মারার পরিকল্পনাও করা হয়। এতে তটস্থ হয়ে পড়েছেন মখলিসুর রহমান। এক মাস ধরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িছাড়া। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী।
থানা পুলিশ কিংবা এলাকার মানুষের দ্বারে দ্বারে ঘুরে প্রতিকার পাচ্ছেন না মখলিসুর রহমান। গোয়াইনঘাটের বার্কি গ্রামের বাসিন্দা মখলিসুর রহমান। ১৯৯৮ সালে বোনদের টাকায় জীবিকার সন্ধানে সৌদি আরবে যান তিনি। বিদেশে গিয়ে তিনি প্রথমে বোন সখিয়া, সুফিয়া ও রাহেলার টাকার ঋণ শোধ করেন। এরপর নিজের টাকা দিয়ে সম্পত্তি কেনা শুরু করেন। ১৯৯৬ সালে পৃথক হয়ে যায় মখলিসুর রহমানের পরিবার। ফলে ৬ ভাইও আলাদা হয়ে যান। মখলিসুর রহমানের সঙ্গে ছিলেন মা ও চার বোন। বাকি ৫ ভাই নিজেরা নিজেদের পরিবার নিয়ে আলাদা হয়ে যান। তবে প্রবাসে থাকলেও ভাইদের মাধ্যমে জমি কেনা শুরু করেন মখলিস। প্রথমেই তিনি গ্রামের আয়াত উদ্দিন ও হেলাল উদ্দিনের কাছ থেকে ৬৮ শতক ভূমি ক্রয় করেন। ওই জমিতে এখন আছে গাছ বাগান। বনবিভাগের সহযোগিতায় তিনি ওই বাগান সৃজন করেন। পরিবার পৃথক থাকলেও ভাইদের সঙ্গে সুসম্পর্ক ছিল মখলিসের। বর্তমানে মখলিসের নিজের নামে রয়েছে ৩৪ বিঘা জমি।
এ জমির বর্তমান মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। ২০০৮ সাল থেকে বড় ভাই তাজউদ্দিনের প্রতারণার মধ্যদিয়ে দ্বন্দ্ব শুরু হয় প্রবাসী মখলিসের। ওই বছর ৮ শতক ভূমি ক্রয় করার জন্য তাজ উদ্দিনের কাছে ১ লাখ ২০ হাজার টাকা দেন তিনি। ওই সময় তাজ উদ্দিন টাকা নিয়ে মখলিসুর রহমানের নামে জমি ক্রয় না করে নিজের নামে ক্রয় করে নেন। পরবর্তীতে ২০১০ সালে মখলিস সৌদি আরব থেকে দেশে চলে আসেন। ভাইয়ের কাছে দলিল চাইলে টালবাহানা শুরু করেন তাজউদ্দিন। দলিল দিচ্ছেন, দিবেন বলে জানান। ওই সময় দলিলের জন্য গ্রামের সালিশ বৈঠক ডাকা হলেও তাজউদ্দিন দলিল দেননি। এ নিয়ে মনোমানিল্য দেখা দিলে ভাই তাজউদ্দিনের প্রতি অবিশ্বাস বাড়ে মখলিসের। তিনি তখন তার নিজের কেনা জমি গ্রামের বিভিন্নজনের কাছে বর্গা দিয়ে দেন। এরপর ওই বছরই মখলিসুর রহমান কাজের সন্ধানে দুবাই চলে যান। এরপর তাজউদ্দিন ফোনে যোগাযোগ করে মখলিসের কাছে ভুল না বুঝতে অনুরোধ করেন। তাকেও কিছু জমি বর্গা দেয়ার অনুরোধ করেন। সংসারের অভাব অনটনের কথা তুলে ধরে হালচাষের জন্য ৫টি গরুও দাবি করেন। ভাইয়ের অনুরোধের প্রেক্ষিতে মখলিস ১৭ বিঘা জমি বর্গা দেন তাজউদ্দিনকে। একই সঙ্গে নিজের টাকায় ৫টি গরুও কিনে দেন।
২০২১ সালে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দুবাই থেকে বাড়ি চলে আসেন মখলিস। এসে তিনি তার ৮ শতকের দলিল ফেরত চেয়েও পাননি। এ নিয়ে তার সন্দেহ হলে ১১ হাজার টাকা খরচ করে গোয়াইনঘাট সাব- রেজিস্ট্রি অফিস থেকে দলিল সংগ্রহ করেন। এরপর তিনি দেখতে পান তার পাঠানো টাকা দিয়ে ভাই তাজ উদ্দিন নিজের নামে ওই জমি ক্রয় করেছেন। এ ঘটনার পর প্রথমে গ্রামের মানুষের কাছে বিচারপ্রার্থী প্রবাসফেরত মখলিসুর রহমান। গত কয়েক মাস আগে বড় ভাই তাজউদ্দিনের কাছে বর্গা দেয়া ১৭ বিঘা জমি ও ৫টি গরু ফেরত চান। গ্রামের মানুষ এ নিয়ে বৈঠক আহ্বান করেন। এ নিয়ে ১৪টি বৈঠক হয় গ্রামে। গোয়াইনঘাট সদর থেকে আনা হয় সার্ভেয়ার। মখলিসুর রহমান জানিয়েছেন, প্রথম তিন বৈঠকে তার ভাই তাজউদ্দিন উপস্থিত থাকলেও পরের কোনো বৈঠকে যাননি। বৈঠকের জের ধরে গত ১৯শে সেপ্টেম্বর গ্রামের মানুষ এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে তাকে লিখিত অনুমোদন দেন। আর লিখিত অনুমোদনের কথা শুনে ক্ষেপে যান তাজউদ্দিন সহ তার লোকজন। ওই দিন রাতেই তারা দলবদ্ধ হয়ে হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ঘর ক্ষতিগ্রস্ত করে।
একই সঙ্গে তারা মখলিসুর রহমান, তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে মারধর করে। এতে গুরুতর আহত হন মখলিস ও তার স্ত্রী। তারা গোয়াইনঘাট সদর হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় মখলিসুর রহমান তার ভাই তাজউদ্দিন, স্ত্রী সাহিদা বেগম এবং তাদের ছেলে কামাল উদ্দিন, আরিফ উদ্দিনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। সুস্থ হওয়ার পর ২০শে সেপ্টেম্বর নিজের বাড়িতে যেতে গ্রামের মুরুব্বিদের দ্বারস্থ হন মখলিস। গ্রামের লোকজন সন্ধ্যায় মখলিসকে বাড়ি নিয়ে গেলে ফের হামলা চালানো হয়। এ সময় গ্রামের মানুষ পরিস্থিতি সামাল দেন। এ ঘটনার পর মখলিস নিজের বাড়ি যাননি। কিন্তু ওই রাতেই তার ঘরে লুটপাট চালানো হয়।
মখলিসের দাবি- তার বড় ভাই তাজউদ্দিন ও তার সহযোগীরা ওই রাতে হামলা চালিয়ে তার ঘরের আলমিরা থেকে স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৮ হাজার পাউন্ড, দুবাইয়ের দেরহাম চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন তিনি নিজেই বাদী হয়ে আদালতে মামলা করেছেন। দু’দিন পর ২২শে সেপ্টেম্বর তিনি বাড়িতে উঠতে চাইলে বাধা এবং হামলা করা হয়। এ ঘটনায় তিনি গোয়াইনঘাট থানায় জিডি করেন। মখলিস জানান, গত এক মাস ধরে তিনি বাড়ির বাইরে রয়েছেন। তার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন। এখন স্বজনদের বাড়িতে বসবাস করছেন। তার সম্পত্তি ভাই তাজউদ্দিন তার লোকজন দখলে রেখেছে। এই অবস্থায় তিনি অসহায় হয়ে পড়েছেন। নতুন করে বাড়ি নির্মাণেরও প্রস্তুতি নিয়েছিলেন। এখন বাড়ি নির্মাণকাজও বন্ধ রয়েছে। এদিকে গত ১১ই অক্টোবর সিলেটে সংবাদ সম্মেলন করেছেন তাজউদ্দিন। সেখানে তিনি দাবি করেছেন- ‘তার ভাই মখলিসের মামলায় হয়রানির শিকার হচ্ছে তার পরিবার। মখলিসের অন্যায়ের বিরুদ্ধে তারা কথাও বলতে পারছেন না। তাদের সম্পত্তি দখলে নিতে মখলিস নানা কল্প ঘটনা সাজিয়ে এসব কর্মকাণ্ড করছে বলেও দাবি করেন তিনি।’