সিলেট

সিলেটে ছাত্রলীগের ধাওয়া, ব্যানার ফেলে পালালেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

নিউজ ডেস্ক- সিলেটে ছাত্রলীগের ধাওয়ায় ব্যানার ফেলে পালিয়েছেন বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার ( ১৮ অক্টোবর ) সন্ধ্যায় শহরতলীর শাহপরাণ গেট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শাপরাণ গেট এলাকার সিলেট তামাবিল সড়কে বিক্ষোভ মিছিল বের করেছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম উজ্জলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী একটি মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে একটি মিছিল বের করে।

মিছিল চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করতে থাকলে এক পর্যায়ে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী জড়ো হয়ে জয়বাংলা শ্লোগান দিতে শুরু করেন।

এক পর্যায়ে তারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ব্যানার ফেলে দৌড়ে পালিয়ে যান।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট জেলা ছাত্রলীগের এক নেতার দাবি, স্বেচ্ছাসেবক দলের ব্যানারে কয়েকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করতে থাকলে আমরা জয়বাংলা শ্লোগান দিয়ে রাজপথে নামি। আমাদের দেখেই তারা হাতের ব্যানার ফেলে দিগি¦দিক দৌড়াতে থাকে।

Back to top button