বিয়ানীবাজারে অর্ধগ লিত অজ্ঞাত লা শ উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে কুশিয়ারা নদীতে থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে নদীর কাকরদিয়া তেরাদল এলাকায় লাশটি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যান বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মেহেদী হাসানসহ তার নেতৃত্বাধিন একদল পুলিশ। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বেশ কয়েকদিন থেকে লাশটি পানিতে ভাসমান ছিল। র্দীঘসময় ধরে লাশটি পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশ বিকৃত হয়ে গেছে। অনেকের ধারনা লাশটি কোন ভারতীয় নাগরিকের হতে পারে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এখন লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।